এশিয়া

করোনা ঠেকাতে জরুরি অবস্থা জারি হচ্ছে জাপানে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই এপ্রিল ২০২০ ০১:০১:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে জাপান।

দি জাপান টাইমস জানিয়েছে, সোমবার (৬ই এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে পারেন। মূলত রাজধানী টোকিও এবং ওসাকার মতো শহরের জন্য এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

তবে, আজ ঘোষণা হলেও অফিসিয়ালি জরুরি অবস্থা জারি হতে পারে মঙ্গলবার থেকে। আর, জরুরি অবস্থা কার্যকর হতে পারে বুধবার (৮ই এপ্রিল) থেকে।

নানা রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে দেশটিতে। এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৮৫ জন মারা গেছেন সেখানে। আক্রান্ত মানুষের সংখ্যা ৩৬৫৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫৭৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২,৯৯৪ জন।

আরও পড়ুন