আন্তর্জাতিক

করোনা ঠেকাতে জাপানে অভিনব কায়দায় নৃত্য প্রদর্শনী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৮:৪০:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারিতে বিশ্বজুড়ে ব্যহত হচ্ছে শিল্পচর্চা। প্রদর্শনী বন্ধ থাকায় বেকার হয়েছেন অনেক শিল্পী। নতুন পরিস্থিতি মোকাবিলায় প্রদর্শনীর জন্য বিভিন্ন দেশে বেছে নেয়া হয়েছে অভিনব সব কায়দা।

করোনায় বদলেছে চেনাজানা পৃথিবী। এমন বাস্তবতায় নানা কৌশলে ঘরবন্দি মানুষকে মঞ্চে ফেরানোর চেষ্টা করছেন শিল্পীরা।

উন্মুক্ত মঞ্চের বদলে জাপানের কেন্দ্রীয় শহর নাগোয়ায় নির্মিত হয়েছে মুনলাইট মোবাইল থিয়েটার। মঞ্চের চারিদিকে ছোট ছোট ঘর তৈরি করে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব।

আয়োজকরা বলছেন, ব্যতিক্রমী এমন মঞ্চে আরো বেশি মনোনিবেশ করতে পারবেন দর্শকরা।

অনুষ্ঠানের আয়োজক বলেন, ইচ্ছা করেই আমরা দেখার জন্য ছোট ছোট ছিদ্র করেছি। আমাদের মনে এতে দর্শকরা প্রদর্শনী আরো বেশি মনোযোগ দিয় উপভোগ করতে পারবেন।

এদিকে, করোনাকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে যে মানুষের জীবনে যে জটিলতা তৈরি হয়েছে তা ফুটিয়ে তুলতে অভিনব কায়দায় ফটোশ্যুটের আয়োজন করেছেন জার্মানির আলোকচিত্রী ফ্লোরিয়ান মেহনার্ট।

স্বচ্ছ বেলুনের ভেতরে বন্দি শিল্পীদের এমন স্থিরচিত্র যেন করোনায় বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণাই তুলে ধরেছে।

আরও পড়ুন