ফুটবল

করোনা থাবায় ফুটবলের দলবদলের বাজারে মন্দা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে জুলাই ২০২১ ০৮:১৯:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজারেও করোনার থাবা।

ক্লাবগুলোর আর্থিক অবস্থা খারাপ। চাইলেই তাই মোটা অংকের টাকা খরচ করতে পারছে না জায়ান্টরা। শুধু তাই না, নতুন চুক্তির অফারও করতে হচ্ছে ভেবে চিন্তে। গ্রিয়েলিশ, এমবাপ্পে, গ্রিজম্যান, রোনাল্দোদের ঠিকানা তাই বদলে যেতেই পারে।

ছোট দলের বড় তারকা। উপমাটা খুব করে মানিয়ে যায় অ্যাস্টন ভিলার জ্যাক গ্রিয়েলিশের সাথে। ইংলিশ ফরওয়ার্ডের ওপর চোখ পড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির, অফার করেছে ১০০ মিলিয়ন পাউন্ডের আশেপাশে। তবে, সোনার ডিম পাড়া হাসটাকে কোনভাবেই ছাড়তে চায় না ভিলা। গ্রিয়েলিশকে ধরে রাখতে সপ্তাহে ২ লাখ পাউন্ডের বেতন অফার করেছে অ্যাস্টন ভিলা, তবে চুক্তি এখনও সই করেন নি ইউরো খেলে ছুটিতে থাকা ফরওয়ার্ড।

এমবাপ্পেকে রাখতে ঘাম ছুটে যাচ্ছে পিএসজির। চুক্তির বাকি আর এক বছর। নতুন অফারে ১৮ মিলিয়ন বেতন প্রস্তাব করেছিলো প্যারিসের ক্লাবটা। এমবাপ্পের চাওয়া নেইমারের সমান। ব্রাজিলিয়ান আগে পেতেন ৩৬ মিলিয়ন, করোনায় কমে এখন পাবেন ৩০ মিলিয়ন। ফ্রেঞ্চম্যানকে রাখতে এরপর ২৫, পরে ২৬ অফার করেছে পিএসজি। তবে, কোচ পচেত্তিনোকে নাকি এমবাপ্পে জানিয়ে দিয়েছেন থাকতে চান না, ছাড়তে চান ক্লাব। সম্ভাব্য গন্তব্য একটাই, রিয়াল মাদ্রিদ। 

ওদিকে, আতোয়ান গ্রিজম্যান হয়ে গেছেন বার্সেলোনার গলার কাটা। ১২০ মিলিয়নে দলে ভেড়ানো ফ্রেঞ্চ ফরওয়ার্ড বার্সার জার্সি গায়ে শুরু থেকেই অফ ফর্মে। বেতনটাও চড়া। করোনায় ক্লাবে চলছে আর্থিক দুরবস্থা। ওকে তাই বেচে দিতে চায় বার্সা। নিতে চায় য়্যুভেন্তাস। যেতে চান গ্রিজম্যানও। তবে, ডিলটা নির্ভর করছে রোনালদোর ওপর। ইতালি ছাড়তে পারেন সি আর সেভেন। যদি চলেই যান শুধু তখনই আসতে পারেন গ্রিজম্যান।

আরও পড়ুন