আন্তর্জাতিক, ইউরোপ

করোনা থেকে সেরে উঠেছেন প্রিন্স চার্লস

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে মার্চ ২০২০ ১০:২৭:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। সোমবার গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এলেন তিনি। মোট্রো নিউজ জানায়।

তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত না হলেও, এখনও গৃহবন্দি রয়েছেন তার স্ত্রী ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল।

ডাক্তারের পরামর্শ নিয়েই গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এসেছেন ৭১ বছর বয়সী চার্লস। সরকারি বিধিনিষেধ মেনে সাত দিন গৃহবন্দি থাকার পর চার্লস এখন সুস্থ বলে জানান তার মুখপাত্র।

গত ২৫শে মার্চ চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। সেই থেকে স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রসাদে গৃহবন্দি ছিলেন তিনি। ১০ই মার্চ লন্ডনে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। প্রথমে প্রিন্স অ্যালবার্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তার পরই চার্লসের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তবে কী ভাবে সংক্রমিত হলেন, তা নিয়ে ক্ল্যারেন্স হাউজ বা রাজ পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, ৯৩ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ৯৮ বছর বয়সী প্রিন্স ফিলিপ উইন্ডসর ক্যাসেলে স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে রানীর এক গৃহপরিচারকে করোনাভাইরাসে আক্রন্ত হলেও পুরোপুরি সুস্থ রয়েছেন বলে বাকিংহ্যাম প্রাসাদের তরফে জানানো হয়েছে। 

আরও পড়ুন