জেলার সংবাদ, অপরাধ

করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই এপ্রিল ২০২০ ১০:৩০:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষককে আটক করা হয়েছে।

সোমবার (৬ই এপ্রিল) সন্ধ্যায়, শহরের উকিল পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটক শিক্ষক জাকিরুল ইসলাম (৪২) রাজশাহী জেলার বাগমারা উপজেলার জিয়ান্দ পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে গত ৫ই এপ্রিল একটি  ইউটিউব লিংক শেয়ার করেন তিনি। সেই   ভিডিওতে দেখানো হয় লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুয়া তথ্য সমাজের ছড়ানোর দায়ে এবং এই ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন এবং সাধারন মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছাড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন