ধর্ম, জাতীয়

করোনা পরিস্থিতিতে জুমার নামাজ সংক্ষিপ্ত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে মার্চ ২০২০ ০২:১০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে, মসজিদে এসে ফরজ নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

করোনার সংক্রমণ ঠেকাতে আজ পবিত্র জুমায় সীমিত ও সংক্ষিপ্ত পরিসরে নামাজ আদায় হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অন্যসময়ের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিল কম।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব জায়গাতেই জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। দেয়া হয়েছে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। ইসলামিক ফাউন্ডেশন থেকে বিশেষ নির্দেশনা দেয়া আছে মসজিদগুলোতে নামাজ আদায়ের ক্ষেত্রে।

সে অনুযায়ী মসজিদগুলো থেকে আজ আজানের পরপরই সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে, মসজিদে এসে ফরজ নামাজ আদায়ের আহ্বান জানানো হয়। তার প্রমাণও মেলে। মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েত ছিল খুবই কম। সংক্ষেপেই ফরজ নামাজ আদায় ও বয়ান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন