অর্থনীতি, এশিয়া

করোনা বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে অক্টোবর ২০২০ ০৯:৩৭:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনায় ভঙ্গুর অবস্থা থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।  

যদিও বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে এখনো ৫ দশমিক ২ শতাংশ কম। করোনা মহামারির পর লকডাউন থাকায় চলতি বছর প্রথম তিন মাসে চীনের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়। ১৯৯২ সালের পর প্রথমবার চীনের অর্থনীতির এতটা সংকুচিত হলো।  

এদিকে, জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সংবেদনশীল পণ্য রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে একটি নতুন আইন পাস করেছে চীন। ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।  

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বেসামরিক, সামরিক ও পারমাণবিকসহ যে-কোনও পণ্য, প্রযুক্তি এই নিয়ন্ত্রণ আইনের আওতায় থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে উত্তেজনা অব্যাহত থাকায় এই নীতি গ্রহণ করল বেইজিং।

আরও পড়ুন