আন্তর্জাতিক, ইউরোপ, স্বাস্থ্য

করোনা মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৪:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন নির্দেশনা দিতে যাচ্ছেন আজ ।

যুক্তরাজ্যের গণমাধ্যম বলছে, কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুহার কমতে থাকায় লকডাউনের কড়াকড়ি সীমিত করা হতে পারে।

এছাড়া স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। একদিনে যুক্তরাজ্যে মারা গেছে দুইশ ১৫ জন। এদিকে করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়ানোয় শোক প্রকাশ করে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি পরিস্থিতিকে ভয়াবহ বলেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, একশ বছরের বেশি সময় পর আটলান্টিক পাড়ের দেশটি এ ধরনের মহামারির মুখোমুখি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১২শ'র বেশি মানুষ।

বিশ্বে একদিনে মারা গেছে ছয় হাজারের বেশী মানুষ। নতুন তিন লাখ সাড়ে ১২ হাজারসহ মোট শনাক্ত ১১ কোটি ১৯ লাখের বেশি। মোট মৃত্যু ২৪ লাখ ৭৭ হাজারের বেশি।  

আরও পড়ুন