খেলাধুলা, ফুটবল

করোনা মোকাবেলায় ৬ লাখ ২৫ হাজার ইউরোর তহবিল সংগ্রহ করেছে লা-লিগা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে মার্চ ২০২০ ১১:০৪:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মোকাবেলায় লা-লিগার অনলাইন কনসার্ট।

অনলাইন কনসার্টের মাধ্যমে করোনা মোকাবেলায় ৬ লাখ ২৫ হাজার ইউরোর তহবিল সংগ্রহ করেছে স্প্যানিশ লা লিগা। আজ থেকে অনুশীলনে ফিরছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ট্রেইনিং চলবে দুই ভাগে ভাগ হয়ে। ডাক্তার-নার্সদের ট্রেইনিংয়ে জন্য ইতিহাদ স্টেডিয়াম ব্যবহার করার প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। কোয়ারেন্টিন ভেঙে সন হিউং মিনকে কোরিয়ায় ফেরার অনুমতি দিয়েছে টটেনহ্যাম। 

মানুষ মানুষেরই জন্য। পুরো পৃথিবীই করোনা আতঙ্কে ভীত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সংখ্যায় স্পেনের নাম আছে ওপরের দিকে। পুরো দেশটা লকডাউনে। তবে, মানুষের সাহায্যার্থে, ডাক্তার..নার্স...ব্যাংক...সংবাদ কর্মীদের কাজ করতে হচ্ছে ঠিকই। তাদের স্যালুট জানিয়েছে লা লিগা। আয়োজন করেছে ফেস্টিভ্যাল। কনসার্টে বাড়িতে বসে অংশ নিয়েছে সেলিব্রেটিরা। ছিলেন নাদাল, রামোস, পিকের মত তারকারাও। ছিল ডোনেট করার ব্যবস্হা। মিলেছে ব্যাপক সাড়া, উঠেছে ৬ লক্ষ ২৫ মিলিয়ন ইউরো।

খেলা নাই। সব কিছু বন্ধ। এরই মধ্যে খুশির খবর ট্রেইনিংয়ে ফিরছে বরুশিয়া ডর্টমুন্ড। আজ সোমবার থেকে মাঠে ফিরছে ব্ল্যাক এন্ড ইয়োলো শিবির। তবে, সবাই একসাথে প্র্যাকটিস করবে না। পুরো স্কোয়াডকে ভাগ করা হবে দুই ভাগে। শিফট ওয়াজ অনুশীলন করবেন রয়েস, হ্যালান্ডরা। তাতে, চাপটাও কম পড়বে সাথে করোনার ঝুঁকিও কিছুটা কমানো যাবে।

স্পেন-জার্মানির পর চোখ ফেরাই ইংল্যান্ডে। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাহায্যার্থে এগিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। জানিয়েছে যেহেতু মাঠে খেলা ফিরতে দেরি আছে তাই ওদের ইতিহাদ স্টেডিয়ামটা ব্যবহার করতে পারে কর্তৃপক্ষ। জানিয়েছে, এক্সিকিউটিভ বক্স বা কনফারেন্স রুমগুলো ডাক্তার-নার্সদের ট্রেইনিং দেয়ার কাজে ব্যবহার করা যেতেই পারে।

সাউথ কোরিয়ায় যে কোন মানুষের চাইতেও বেশি জনপ্রিয় সন হিউং মিন। দেশটার সবচেয়ে বড় সুপারস্টার মানা হয় সনকে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, টটনেহ্যামের হয়ে। ইংল্যান্ডের অবস্হা সুবিধার না। খেলা ফিরতেও দেরি আছে। নেদারল্যান্ডসের বার্গউইন নবাজত সন্তানের পাশে থাকতে দেশ গেছেন। তার পর পরই কোরিয়ান সনকে কোয়ারেন্টিন ভেঙে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে সিটি।

আরও পড়ুন