অর্থনীতি, স্বাস্থ্য

করোনা সংকটে স্বাস্থ্যখাত: বাজেট বরাদ্দ ২৭ হাজার ৮শ' কোটি টাকা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারিতে বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তাই আসন্ন জাতীয় বাজেটে দেশে স্বাস্থ্যখাত বরাদ্দ পাচ্ছে ২৭ হাজার ৮শ' কোটি টাকা। যা মোট বাজেটের আনুপাতিক হারে ৫ শতাংশের কিছু বেশি।

করোনা মহামারিতে সবার সামনে প্রকাশিত হয়েছে দেশের স্বাস্থ্যখাতের ভঙ্গুর অবস্থা। এ খাতের গুরুত্ব বিবেচনা করেই তাই আসছে বাজেটে ২৭ হাজার ৮শ' কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

তবে পরিসংখ্যানে দেখা যায়, গত ৬টি বাজেটেই টাকার অংকে স্বাস্থ্যখাতের বরাদ্দ বাড়লেও তা বাজেটের আনুপাতিক হারে ৪ শতাংশের ঘরেই ঘুরপাক খেয়েছে। টাকার অংকে বাড়লেও এবারের বরাদ্দেও স্বাস্থ্যখাতের জন্য কোন সুখবর দেখছেন না দেশের বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান করোনা সংকট মোকাবিলায় এ খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত। বরাদ্দের বড় অংশ গুণগত চিকিৎসা নিশ্চিতে ব্যয় করারও তাগিদ বিশ্লেষকদের।

করোনা মোকাবিলায় অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ায় এমনিতেই বেড়েছে এ খাতে বেতন ভাতাসহ অন্যান্য অনুন্নয় ব্যয়। তাই গুণগত চিকিৎসা নিশ্চিতে বরাদ্দের অর্থ কতটা ব্যয় হবে তা নিয়ে আছে সংশয়।

আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ২৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবের কথা রয়েছে।

আরও পড়ুন