আন্তর্জাতিক

করোনা: স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে যা বললেন বাইডেন

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মার্চ ২০২১ ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী বছরের মার্চের মধ্যে করোনা মোকাবিলা করে যুক্তরাষ্ট্রের জনগণ স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ততদিন সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।  

ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশার আলো দেখা যাচ্ছে। একে অপরের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আবারও চাঞ্জা করতে হবে। মে মাসের মধ্যেই সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান বাইডেন।  

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। টেক্সাসের গভর্নর রিপাবলিকান নেতা গ্রেগ অ্যাবোট বলেন, এখন সব কিছু শতভাগ খুলে দেয়ার সময় হয়েছে।    

আরও পড়ুন