জাতীয়, জেলার সংবাদ

কসবা সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফ'র

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই জুলাই ২০২০ ০১:১২:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ১২ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করতে চাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

এ ঘটনায় বিএসফের সঙ্গে পতাকা বৈঠক করেও সমাধান না হওয়ায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) বিকেলে কসবা সদরের হাকর সীমান্তের দিয়ে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা বাধা দেন। ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ সদস্যরা ওই ১২ জনকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। কিন্তু, বিজিবি সদস্যরা জানান, ওই ১২ জন বাংলাদেশি নন। পতাকা বৈঠকের পর বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।

আরও পড়ুন