বাংলাদেশ, জেলার সংবাদ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রীকে উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১১ই অক্টোবর ২০২০ ০২:৫৬:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পরে।

রবিবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

শরিয়তপুরের মাঝিকান্দি থেকে ১শত ২০ জন যাত্রী নিয়ে লঞ্চটি শিমুলিয়া যাচ্ছিল। পদ্মানদীর চায়না চ্যানেলের কাছে এলে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালের দিকে শরিয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এসময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া পৌছে দেয়।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,দূর্ঘটনার সাথে সাথেই অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌছে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ মাসে একইভাবে তিনটি লঞ্চ দূর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি লঞ্চ ড্রেজার পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়।

আরও পড়ুন