প্রবাস

কাতারে করোনায় প্রথম মৃত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে মার্চ ২০২০ ১২:১২:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবার একজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি প্রবাসী বাংলাদেশি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ব্যক্তির বয়স ৫৭ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিউএনএ জানায়, মৃত ব্যক্তি আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। কাতারে এ পর্যন্ত ৫শ' ৯০ জন আক্রান্ত হয়েছে। শনিবার দেশটিতে নতুন করে ২৮জন আক্রান্ত হয়েছে।

এদিকে, করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৮৮৯ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ লাখ। মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। যুক্তরাজ্যে একদিনে মারা গেছে ২৬০ জন। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯ জন।

যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ২ লাখ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রণোদনা প্যাকেজে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একশ দিনের মধ্যে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসকে এক লাখ ভেন্টিলেটর উৎপাদনের নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে, করোনায় শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস। বলেছেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতিই করোনা আক্রান্তদের প্রাণ বাঁচানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন