বাংলাদেশ, ভিডিও, রাজনীতি, সংবাদের ভিডিও

কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার উদ্যোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই মার্চ ২০২১ ১১:৪৯:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের জেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার ঘটনায় আজ দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করা হবে।

সকাল ১১টায় নোয়াখালী দ্রুত বিচার আদালতের বিচারিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খাঁনের আদালতে এ মামলা দায়ের করার কথা রয়েছে। মামলা বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।

এরআগে, গতকাল নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুর কাদের মির্জাসহ ৯৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়।

তবে দ্রুত বিচার আইনে করা মামলার আবেদনের শুনানি করার এখতিয়ার আমলি আদালতের না থাকায় আজ আবেদনটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তোলা হবে। 

আরও পড়ুন