আন্তর্জাতিক, বিনোদন, ইউরোপ, অন্যান্য

কানের সর্বোচ্চ পাম ডি অর ফরাসি নির্মাতা জুলিয়া দুকর্নোর টিটানে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই জুলাই ২০২১ ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সর্বোচ্চ খেতাব পাম ডি অর জিতেছে ফরাসি নির্মাতা জুলিয়া দুকর্নোর টিটানে।

সেরা অভিনেতার পুরস্কার  ক্যালেব লান্ড্রি জোন্সের।  অস্ট্রেলিয়ার জাস্টিন কারজেল পরিচালিত ‘নিট্রাম’ ছবিতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি।  

সেরা অভিনেত্রী হয়েছেন রেনাটে রেইনসটে।  দ্য ওয়ারস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড সিনেমার জন্য পুরস্কার পান তিনি। উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম জিতেছে হংকংয়ের ‘অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড’। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে যৌথভাবে জুরি প্রাইজ জিতেছে অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল পরিচালিত ‘মেমোরিয়া’ এবং নাদাভ লাপিডের “আহেদ’স নি”।

শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর।  

আরও পড়ুন