আন্তর্জাতিক, এশিয়া

কাবুলে ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়: যুক্তরাষ্ট্র

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই সেপ্টেম্বর ২০২১ ০৯:২৬:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাবুল থেকে সেনা প্রত্যাহারের আগে মার্কিন ড্রোন হামলায় ১০ বেসমারিক নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ২৯ শে আগস্ট জঙ্গিগোষ্ঠী আইএস-কের হামলাকারীর গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে এক ত্রাণ সহায়তা কর্মী ও তার পরিবারের ৯ সদস্য প্রাণ হারান। যার মধ্যে সাত শিশু ছিল।  স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার শীর্ষ নির্বাহী জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি এ ঘটনাকে দুঃখজনক ভুল বলে উল্লেখ করেন।

এদিকে, শনিবার থেকে আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ের স্কুলে ছেলেরা ক্লাসে ফিরতে পারলেও মেয়েদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।

এর আগে আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে 'পুণ্যের প্রচার ও পাপের প্রতিরোধ' বিষয়ক মন্ত্রণালয় নামকরণ করা হয়।

৯০ এর দশকে তালেবানের প্রথম শাসনামলে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড ও বেত্রাঘাতের মত শাস্তি কার্যকর করতো এই মন্ত্রণালয়।  

আরও পড়ুন