আন্তর্জাতিক, আরব

কারফিউ তুলে নেয়ায় সংক্রমণ বেড়েছে ইউএই ও সৌদিতে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ৫ই জুলাই ২০২০ ০৯:২৩:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত মাসে কারফিউ তুলে নেয়ার পর দ্রুত করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে।

সৌদি আরবে গত একদিনে ৫৮ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃত্যু ১ হাজার ৯শ’ ১৬ জন। দেশটিতে শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গত একদিনে শনাক্ত হয়েছে ৭শ’ ১৬ জন। আর মোট শনাক্ত প্রায় ৫২ হাজার।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭শ’ ১৬ জন। গত মার্চে কারফিউ জারির পর গত মাসে তা তুলে নেয় সৌদি আরব। খুলে দেয়া হয় মসজিদ ও সব ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর্যটন কেন্দ্রগুলো আগামী ৭ই জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য খুলে দেয়া হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে কাতার ও কুয়েতে এখনও আংশিক কারফিউ জারি রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে ১ কোটি ১৪ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৪ হাজারের বেশি মানুষের।

ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।

আরও পড়ুন