জেলার সংবাদ

কারাভোগ শেষে সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককে ফেরত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৬:১৫:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। ফেরতকৃত শ্রী জতেনদার দাস (৪০) ভারতের ভাগলপুর জেলার নদিপুর থানার গ্রামের শ্রী শীতারাম দাসের ছেলে।

বিজিবি জানায়, গত এক বছর আগে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে শ্রী জতেনদার দাসকে আটক করা হয়। পরে নাটোর জেল হাজতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। নাটোর জেলা কারাগারে এক বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ ও ভারতীয় নদীয়া জেলার গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার শ্রী সন্দীপ কুমার।

আরও পড়ুন