অর্থনীতি, রাজধানী

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতের চাহিদা পূরণে ব্যর্থ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে নভেম্বর ২০২১ ০৩:৫৭:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে ১০ হাজার ৪৫২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তা এখনো শিল্পমালিকদের চাহিদা পূরণ করতে পারছে না।

বেসরকারি খাতের সঙ্গে শিক্ষা ব্যবস্থার দূরত্বের কারণেই এমন সংকট তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত 'বাংলাদেশ কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন' শীর্ষক জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে উঠে আসে এমন চিত্র।

এ সময় আলোচকরা বলেন, কারিগরি শিক্ষার মান নিশ্চিত করে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা গেলে দেশে ক্ষুদ্র ও মাঝারি খাতের দ্রুত মানসম্মত বিকাশ ঘটবে। রপ্তানিমুখী ক্ষুদ্র ও মাঝারিখাত গড়ে তুলতেও এর বিকল্প নেই বলেও মত দেন আলোচকরা।

জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের করিগরি শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারিখাতকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

 

আরও পড়ুন