সাহিত্য, সংস্কৃতি

'কালো জলের কাব্য'তে নূর

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে নভেম্বর ২০১৯ ১০:৩৫:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিন পরে মঞ্চে ফিরেছেন প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর।  

সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে নাগরিক নাট্য সম্প্রদায়ের 'কালো জলের কাব্য' নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী।

উইলিয়াম শেকসপিয়রের 'মার্চেন্ট অব ভেনিস' থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। মার্চেন্ট অব ভেনিস থেকে অনুপ্রাণিত হলেও নাটকটিতে আমাদের দেশের জাহাজ ভাঙা শিল্পের প্রেক্ষাপট উঠে এসেছে।  

অভিনয় প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, "মঞ্চকে ভালোবাসার কারণেই নতুন এই নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা দর্শকেরাই বিবেচনা করবেন।"

কালো জলের কাব্যে আরো অভিনয় করেছেন অপি করিম, মাহফুজ রিজভী, ফারুক আহমেদ।

আরও পড়ুন