অর্থনীতি, বিশেষ প্রতিবেদন

কালো টাকা সাদা করার হিড়িক পুঁজিবাজারে, কারসাজি রোধে সতর্ক বিএসইসি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুন ২০২১ ০৯:২৪:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঙ্গা পুঁজিবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু কোম্পানির শেয়ারের দাম, কারসাজির আশঙ্কা বিশ্লেষকদের।

সূচক খুব বেশি বাড়েনি। কিন্তু তারপরেও সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। ব্যাপক চাঙ্গা পুঁজিবাজারে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু কোম্পানির শেয়ার দর। কিছু শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ায় কারসাজির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে যোগ হয়েছে শেষ সময়ে টাকা কালো টাকা সাদা করার হিড়িক। কারসাজি ঠেকাতে সতর্ক থাকার দাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের।

সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুর মাত্র দশ মিনিটেই ২২২ কোটি টাকার বেশি লেনদেন। অনেকদিন পর ঢাকার পুঁজিবাজারে সপ্তাহজুড়েই এমন চাঙ্গাভাব।  সাপ্তাহিক লেনদেন ১২ হাজার ১৮৮ কোটি টাকার বেশি। সব মিলিয়ে প্রতি কার্যদিবসে গড় লেনদেন প্রায় আড়াই হাজার কোটি টাকা।

বাজারের এমন চাঙ্গা অবস্থাতেও রয়েছে শঙ্কার ঘনঘটা। পহেলা জুনের ২১ টাকা ৬০ পয়সার ফরচুন সুজ ১০ জুন হয়েছে ৩৯ টাকা ৩০ পয়সা। আর এই সময়ে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৪৫ টাকা ৫০ পয়সা। মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এমন উত্থানকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।

পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন বলেন, 'কিছু কিছু শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, এর কারণ বিশ্লেষণ করলে তেমন যৌক্তিক কোনও কারণ খুঁজে পাওয়া যাবে না।'

নতুন ঘোষণা না এলে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের শেষ সময় ৩০শে জুন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতে টাকা সাদা করার হিড়িক বেড়েছে। রয়েছে কারসাজির শঙ্কাও।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী বলেন, 'চলতি মাসই কালো টাকা সাদা করার সুযোগ শেষ হচ্ছে। এরমধ্যেই পুঁজিবাজারে কিছু কালো টাকা এসেছে।' তবে, পুঁজিবাজারে যেন শৃঙ্খলা বজায় থাকে সেদিকে নজরদারি করার আহ্বান ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতির।

সব রকমের কারসাজি বন্ধে তৎপর রয়েছে বাজার তদারকি সংস্থা-বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, 'পুঁজিবাজারে কোনও অস্বাভাবিক লেনদেন হচ্ছে কি না তা দেখভাল করার জন্য কমিশনের সার্ভেইলেন্স টিম কাজ করছে। তারা যখনই দেখতে পায় কোনও অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক লেনদেন হচ্ছে তখনই ব্যবস্থা নেয়া হয়।'

সম্প্রতি অস্বাভাবিক দর বেড়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। যার কোনো কারণ নেই বলে নোটিশের জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানি ২টি।

আরও পড়ুন