আন্তর্জাতিক, পাকিস্তান

কাশ্মীরের জনগণকে ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে: ইমরান খান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৬ই সেপ্টেম্বর ২০২১ ০৮:১১:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে নিজেদেরন ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ সোমবার প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইমরান খান এ কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে মৌলবাদী ভারতের প্রকৃত চেহারা উন্মোচিত করার কাজ অব্যাহত রাখব।

১৯৬৫ সালে ৬ই সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু এবং নিহতদের স্মরণে পাক সরকার আজ প্রতিরক্ষা দিবস পালন করছে।

ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনো ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয় নি এবং তারা নিকট অতীতে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেছে।

আরও পড়ুন