আন্তর্জাতিক, ভারত

কাশ্মীরে সেনা কর্মকর্তাকে গুলি করে কনস্টেবলের আত্মহত্যা 

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১০:২৫:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে এক সেনা কর্মকর্তাকে গুলি করে আত্মহত্যা করেছে সশস্ত্র সীমা বল-এসএসবি এর এক সদস্য। সোমবার রাতে কুলগমের জেলা আদালত চত্বরে এ ঘটনা ঘটেছে । গুলিবিদ্ধ ওই কর্মকর্তাও মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ঘটনার দিন রাতে আদালত চত্বরে এসএসবির অষ্টম ব্যাটালিয়নের ডিউটি ছিল। সেখানে এসএসবির এক কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন।

আদালত চত্বর কোনো কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সে সময় লোডেড রাইফেল থেকে গুলি চালিয়ে দেন ওই কনস্টেবল। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই সেনা অফিসার। পরে ওই রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার পর রাতেই সশস্ত্র সীমা বলের সিনিয়র অফিসাররা সেখানে পৌঁছান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসএসবি হলো- ভারতের আধা-সামরিক বাহিনী। তারা নেপাল ও ভুটান সীমান্ত ছাড়াও জম্মু-কাশ্মীরের কিছু অংশে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে।

এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের গান্ডেরবালে পাঁচ সহকর্মীকে খুন করে আত্মহত্যা করেছিলেন এক ভারতীয় সেনা সদস্য।

আরও পড়ুন