আন্তর্জাতিক, পাকিস্তান

'কাশ্মীর ইস্যুতে সব ধরনের সামরিক সমর্থন দেবে পাকিস্তান'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৮:১৮:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীর ইস্যুতে আযাদ কাশ্মীরকে পাকিস্তানি সেনারা সব ধরনের সামরিক সমর্থন দেবে।

আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে গতকাল মঙ্গলবার এক বৈঠকে এ ঘোষণা দেন জেনারেল বাজওয়া।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের এ খবর জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়ার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন