আন্তর্জাতিক, আমেরিকা, পাকিস্তান

কাশ্মীর নিয়ে ট্রাম্প-ইমরান ফোনালাপ

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০৫:৫৩:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের আলোচনা করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার এক ফোনালাপে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও কথা বলেন তারা।  শুক্রবার ইমরান খানের দপ্তর এ তথ্য জানিয়েছে।

টেলিফোনে কাশ্মীর ‍নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের প্রশংসা জানিয়ে ইমরান খান বলেন, কাশ্মীরে শান্তিপূর্ণ সমাধানে চাপ প্রয়োগ করে যেতে হবে মার্কিন প্রেসিডেন্টকে।

চলতি বছর ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের পর থেকেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।  ট্রাম্পও বারবার মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে যাচ্ছেন।

যদিও ভারত বলছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু।  কাশ্মীর ছাড়াও আফগানিস্তান ইস্যুতেও কথা হয় দুই নেতার।

ট্রাম্পকে ইমরান খান বলেন, আফগানিস্তানে পশ্চিমা বন্দীদের মুক্তি দেওয়া ইতিবাচক অগ্রগতি।

আরও পড়ুন