পাকিস্তান

কাশ্মীর নিয়ে ভারত রোডম্যাপ দিলে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৫ই জুন ২০২১ ০১:২০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাশ্মীর নিয়ে ভারত রোডম্যাপ দিলে দেশটির সঙ্গে আবারও আলোচনা শুরু করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার ইসলামাবাদের সরকারি বাসভবনে ইমরান খান আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে একথা জানান তিনি।

ইমরান খান জানান, যদি একটি রোডম্যাপ থাকে, তাহলে, হ্যাঁ, আমরা আলোচনা করব। এমনকি তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপও দেয় যে কাশ্মীরের মর্যাদা আগের অবস্থায় ফিরিয়ে নিতে এসব পদক্ষেপ নেওয়া হবে, সেটাও গ্রহণযোগ্য হবে। আমি সবসময়ই ভারতের সঙ্গে একটি ‘সভ্য’ ও ‘খোলামেলা’ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আপনি যদি দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য দূর করতে চান, সবচেয়ে ভালো পথ হচ্ছে পরস্পরের সঙ্গে বাণিজ্য করা।

২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার বিলুপ্ত করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে ভারত সরকার।  এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক সম্পর্ক কমানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করে পাকিস্তান।

এর আগে ইমরান খানের সরকার দাবি করে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রক্রিয়া শুরুর আগে ভারতকে কাশ্মীর নিয়ে তার ২০১৯ সালের পদক্ষেপ থেকে সরে আসতে হবে। কিছু অংশ পাকিস্তান ও কিছু অংশ ভারত নিয়ন্ত্রণ করলেও হিমালয়ের পুরো অঞ্চলকে নিজেদের অংশ দাবি করে আসছে ভারত ও পাকিস্তান ।
 

আরও পড়ুন