সংস্কৃতি

কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই সেপ্টেম্বর ২০২১ ১২:০৭:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাত বছর আগে এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান কিংবদন্তী সংগীত শিল্পী ফিরোজা বেগম।

সুকণ্ঠী এই শিল্পীর ৮৪ বছরের কিংবদন্তি জীবনের অবসান ঘটে ২০১৪ সালের এই দিনে।

নজরুলের গানের পাশাপাশি গজল, ভজন, ঠুমরি আর আধুনিক গানেও রেখেছেন অসামান্য অবদান। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান দিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল এইচ এম ভি।

১৯৫৪ সাল থেকে ১৯৬৭ সালে ঢাকায় আসার আগে পর্যন্ত ফিরোজা বেগম ছিলেন কলকাতায়। সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার কমল দাসগুপ্তকে তিনি বিয়ে করেন ৫০ এর দশকে। তাঁর সঙ্গীত জীবনে ফিরোজা বেগম পেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য। নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা পদক, একুশে পদক, নজরুল একাডেমি পদক।

আরও পড়ুন