আন্তর্জাতিক, ইউরোপ

কিয়েভে বেসামরিক নাগরিকদের হত্যা করছে রুশ সেনারা: বিবিসি

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই মে ২০২২ ০১:০৭:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। কিয়েভে এমনই কিছু হত্যার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এরইমধ্যে ফুটেজ বিশ্লেষণ করে যুদ্ধাপরাধের দায়ে এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

এদিকে ইউক্রেনের শিশুদের বিরুদ্ধে রুশ আগ্রাসনের মাত্রা দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। শুধু এপ্রিলেই রুশ হামলায় প্রায় ১শ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

শিগগিরই ইউক্রেনের অবরুদ্ধ বন্দরগুলো খুলে না দিলে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষের খাদ্যের অভাবে মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে প্রায় ৬০ লাখ মানুষ পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

মারিওপোলের আজভস্টালে অবরুদ্ধ থাকা যোদ্ধাদের মুক্ত করতে তুরস্ককে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর আরও একটি জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ওডেসার সামরিক বাহিনী।

এছাড়াও, রাশিয়া থেকে ব্যবসা ইউক্রেনে স্থানান্তর করতে জার্মান কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

আরও পড়ুন