আন্তর্জাতিক

কুর্দিদের সরাতে তুরস্কের সঙ্গে চুক্তিবদ্ধ রাশিয়া

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৮:১৬:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার উত্তর সীমান্ত থেকে কুর্দিদের সরাতে তুরস্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার সোচিতে ছয় ঘণ্টার বৈঠকের পর এ চুক্তি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় সিরীয় শরণার্থীদের নিরাপদ প্রত্যাবসনের পরিবেশ সৃষ্টিতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন রুশ প্রেসিডেন্ট। এই বৈঠকে সিরীয় সীমান্তের ৩২ কিলোমিটার এলাকা থেকে কুর্দিদের সরে যেতে আরো ১৫০ ঘণ্টা সময় বাড়াতে সম্মত হন তুরস্কের প্রসিডেন্ট।

বৃহস্পতিবার থেকে সিরীয় সীমান্তে কুর্দিবিরোধী যৌথ মহড়া চালানো হবে বলে জানিয়েছে তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন