জেলার সংবাদ, আইন ও কানুন

কুষ্টিয়ায় ভার্চুয়াল আদালতে অংশ নিচ্ছেন আইনজীবীরা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২০ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভার্চুয়াল আদালতের মাধ্যমে গেল কয়েক দিনে শতাধিক মামলার শুনানি হয়েছে। এসব মামলায় জামিন পাচ্ছেন অনেক আসামিও।  

দেশের বিভিন্ন জেলায় আইনজীবীরা ভার্চুয়াল আদালত বর্জন করলেও কুষ্টিয়ায় ব্যতিক্রম। তারা নিয়মিত অংশ নিচ্ছেন জামিন শুনানিতে। করোনার কারণে কারাগারে থাকা অনেক আসামি এ সুযোগে জামিনও পাচ্ছেন। এতে খুশি এসব আসামির স্বজনরা।

করোনা সংক্রমণ ঠেকাতে আদালতের কার্যক্রম এখন বন্ধ। তবে বিচার কার্যক্রম চালানোর স্বার্থে দেশে প্রথমবার চালু করা হয়েছে ভার্চুয়াল আদালত। গেল কয়েক দিনে কুষ্টিয়ায় আদালতে শতাধিক মামলার শুনানি হয়েছে। এসব মামলায় জামিন পাচ্ছেন অনেক আসামি।  

কারাগারে থেকেই জামিন শুনানির সুযোগ পাচ্ছেন আসামিরা। দেরিতে হলেও আদালতের কার্যক্রম শুরু হওয়ায় খুশি আসামিদের স্বজনরা। তবে নানা সমস্যার কথাও জানান তারা।

বিচারকাজে আইনজীবীরা তাদের চেম্বার অথবা বাসা থেকে অনলাইনে শুনানিতে অংশ নিচ্ছেন। একইভাবে অংশ নিচ্ছে রাষ্ট্রপক্ষও। আসামিরা ভার্চুয়াল আদালতকে মাইলফলক বলছেন আইনজীবীরা।  

রাষ্টপক্ষের আইনজীবীরা বলছেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হওয়ায় আইনি সেবা কিছুটা হলেও জনগণ পাবে। তাদের মতে, এ কার্যক্রম অত্যন্ত সহজ এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

কুষ্টিয়া নারী ও শিশু আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী সাইফুদ্দিন বাপী বলেন, আমি আজকে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১২টি শুনানি করেছি। এই পদ্ধতি জানলে খুব সহজ না জানলে কঠিন। এখানে সবাই সবাইকে দেখতে পারবে শুনতে পারবে। তাদের শুনানি শুনে বিজ্ঞ বিচারকগণ তাদের রায় দিবেন।

ভার্চুয়াল আদালতের সাথে অনেকেই খাপ খাওয়াতে পারছেন না বলে জানালেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। স্বাস্থ্যবিধি মেনে আগের নিয়মে আদালত পরিচালনার দাবি করেন তিনি। 

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, ভার্চুয়াল আদালতে অনেক জটিলতা আছে। এই পদ্ধতি চলমান থাকলে আইনজীবিদের পেশাগত দায়িত্ব বাধাগ্রস্ত হবে।

আরও পড়ুন