বাংলাদেশ, ভিডিও, জেলার সংবাদ, সংবাদের ভিডিও

পানিশূন্য ১৬ নদ-নদী, বিপাকে নদীর উপর নির্ভরশীল মানুষ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ১০:১৮:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম এখন মরুভূমি হওয়ার পথে। পানি শুকিয়ে নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগে উঠেছে অসংখ্য চর।

নদীতে পানি না থাকায় বিপাকে নদীর উপর নির্ভরশীল মানুষেরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর এই বৈরী আচরণ। 

ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকমারসহ ছোট-বড় ১৬টি নদ-নদী রয়েছে কুড়িগ্রামে।  বিস্তীর্ণ এলাকাজুড়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ-নদী এখন পানিশূন্য। যেদিকে তাকানো যায়, ধু ধু বালুচর। পানির স্রোত থেমে যাওয়ায় বন্ধ নৌ-পথ। বিপাকে নদীর উপর নির্ভরশীল মানুষেরা।  

নদী পাড়ের মানুষরা বলেন, 'নদী শুকিয়ে গেছে মাছ পাওয়া যায়না। আগে মাছ মেরে সংসার চালাইতাম এখন আর পারি না সংসারে অভাব আর অভাব।'

একটা সময় শুকনো মৌসুমেও ছিলো পর্যাপ্ত পানির প্রবাহ। নদীর পানিতেই হতো কৃষিকাজ। এখন তা শুধুই অতীত।

নদী পাড়ের মানুষেরা আরো বলেন, 'শুকিয়ে যেতে যেতে তিনটা ঘাটও শুকিয়ে গেছে। মানুষ পায়ে হেটে নদী পার হয়। শুধু তিন মাস পানি থাকে বাকী ৯ মাস পানি নাই।'

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তণের কারণে নদীর এই বৈরী আচরণ। যার প্রভাব পড়ছে প্রাণিকূলেও।   
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, 'নদী শাসন ও ড্রেজিংয়ে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করেছি এবং কিছু হাতে হয়েছে। ইতি মধ্যে আমরা চারটি ছোট নদী খনন করেছি। পাশাপাশি ধুদকুমার ও ধরলা নদী খননের প্রক্রিয়াধীন রয়েছে।'

প্রকৃতি ও জীব-বৈচিত্র রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। 

আরও পড়ুন