জাতীয়, প্রবাস

কুয়েতে নতুন ভিসা দেয়ার নামে প্রতারণার ফাঁদ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ১২:১৫:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েতে বিভিন্ন কোম্পানিতে আকর্ষনীয় বেতন ও সুযোগ সুবিধার প্রালোভনে নতুন ভিসা করে দেয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে কিছু অসাধু ব্যবসায়ী।

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর কুয়েতে খুলেছে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট।

আকামা বাতিল হয়ে অনেকেই দেশে আটকা পড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে বেড়েছে কর্মী চাহিদা। আর এই সুযোগে কিছু ট্রাভেল এজেন্সি ও দালালচক্র নতুন ভিসা বাবদ অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এক্ষেত্রে তারা ব্যবহার করছে ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। 

হাতবদলের চক্রে ভিসার মূল্য দাঁড়িয়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। বিভিন্ন মাধ্যমে ভিসা দেয়ার নামে প্রতারণার বিষয়টি নজরে আসার পর এই বিষয়ে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। 

আরও পড়ুন