আন্তর্জাতিক, আমেরিকা

কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদ যুক্তরাষ্ট্রে বিস্তৃত: গ্যালাপ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে জুলাই ২০২১ ০৭:৫৫:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের বেশিরভাগই বিশ্বাস করেন যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদ যুক্তরাষ্ট্রে বিস্তৃত।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গ্যালাপের হিসেবে, জরিপে অংশ নেয়া শতকরা ৬৪ ভাগ মানুষ কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদ দেশটিতে বিস্তৃত আছে বলেছেন- যা ২০১৬ সালের তুলনায় শতকরা তিন ভাগ বেশি।

এমনকি এই জরিপে দেখা যায় ৯১ ভাগ ডেমোক্র্যাট এই প্রশ্নের জবাবে হ্যা বলেন যেখানে রিপাবলিকানদের জবাব ছিল মাত্র ৩৪ শতাংশ।

জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সঙ্গে যে ব্যবহার করা হয় তাতে অসন্তোষ জানিয়েছে ৬১ শতাংশ মানুষ।

আরও পড়ুন