আন্তর্জাতিক, আমেরিকা

কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা: যুক্তরাষ্ট্রে সহিংস বিক্ষোভ অব্যাহত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ১০:৫৮:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ষষ্ঠ দিনেও সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শহরে অন্তত ১৪শ' বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ বাংকারে ঘন্টাখানেকের জন্য আশ্রয় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করেছেন শহরের মেয়র। সংঘবদ্ধ একটি চক্র সেখানে অরাজকতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও কয়েকটি অঙ্গরাজ্যের বেশ কটি শহরে কারফিউ জারি করা হয়েছে। তবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে কয়েক হাজার বিক্ষোভকারী।

এদিকে, মিনিয়াপলিসে বিক্ষোভকারীদের ওপর ট্রাক তুলে দেয়ার ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা।  

আরও পড়ুন