ভারতীয় রুপির ডিজিটাল সংস্করণ-সিবিডিসি

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর কথা ভাবছে ভারত

Faruque

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিজিটাল মুদ্রাকে ব্যাংক নোটের সংজ্ঞার আওতায় আনার প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামে এই ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব দেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সোমবার রাজ্যসভার শীতকালীন অধিবেশনে একথা জানান দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন।

ডিজিটাল মুদ্রাকে ব্যাংক নোটের আওতায় আনার কথা ভাবছে ভারত।  এজন্য আইন সংশোধন করতে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।  ডিজিটাল মুদ্রার নাম হবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি।  মূলত রুপিরই ডিজিটাল বা ভার্চুয়াল সংস্করণ এটি।  

ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।  নগদ অর্থের মুদ্রণ, সঞ্চয় ও ব্যাংকে পাঠানোর খরচও কমে যাবে। কমবে আর্থিক ঝুঁকি।  এ পদ্ধতিতে কোন মধ্যস্থতাকারী ছাড়াই আর্থিক লেনদেন করা যাবে।  তবে ডিজিটাল মুদ্রার ঝুঁকিগুলোও খতিয়ে দেখা হচ্ছে।  

ক্রিপ্টোকারেন্সির চেয়ে ভিন্ন হতে যাচ্ছে সিবিডিসি।  থাকবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন, যা নগদ অর্থের মূল্যের সমমান।  অন্যদিকে, ক্রিপ্টোকারেন্সি ব্যক্তিগতভাবে তৈরি।  এগুলো কোন ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত নয়। 

বেশি লাভের আশায় ভারতে বিনিয়োগের জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি।  যদিও সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এতে বিনিয়োগ না করার পরামর্শই দিচ্ছে ভারত সরকার।  

আরও পড়ুন