ফুটবল

কোচকে ভাল জাতীয় দল গড়ার তাগিদ কাজী সালাউদ্দিনের

মুশফিকুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৮:১২:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোচ জেমি ডে'কে ভাল জাতীয় দল গড়ার তাগিদ দিলেন কাজী সালাউদ্দিন। এবার জাতীয় দলে বাড়তে পারে নতুন মুখের সংখ্যা। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচ মার্চে না হলে ঐ উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চান কোচ।

মঙ্গলবার দুপুরে, কোচের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন বাফুফে সভাপতি।

মার্চে ফিফা উইন্ডোতে কি করা যায়? জাতীয় দল, কোচিং স্টাফদের কাজ। বেশ কিছু বিষয় নিয়ে কোচ জেমি ডে আর সহকারি স্টুয়ার্ট ওয়ার্টকিস এর সাথে বাফুফে সভাপতির সংক্ষিপ্ত বৈঠক।



বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচ সুরাহা হয়নি এখনো। বাফুফে বলছে সময় লাগবে আরো সপ্তাহ খানেক। মার্চে ম্যাচ জুনে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, বিশ্বকাপ বাছাইয়ে যদি মার্চের কোন ম্যাচ না হয় তবে ফিফা উইন্ডোটা আমরা কাজে লাগাতে চাই। কারণ সে সময় কোন না কোন দল পাওয়া যাবে, যাদের সাথে আমরা প্রীতি ম্যাচ খেলতে পারি। প্রেসিডেন্টও আমাদের সে রকম কথা বলেছেন। আর বেশ কিছু বিষয়ে পরামর্শও দিলেন।

ফিফার জুন উইন্ডোতে ভারত ও ওমানের সাথেও খেলবে বাংলাদেশ। সে কথা মাথায় রেখে এখন থেকেই গোছাতে হবে জাতীয় দল।



জেমি ডে বলেন, প্রিমিয়ার লিগের অনেক গুলো ম্যাচ দেখেছি। বেশ কিছু তরুণ ফুটবলার আমার চোখে পড়েছে। ধরুন এবার জাতীয় দলের ক্যাম্পে প্রায় ৩০ শতাংশ নতুন খেলোয়াড়কে ডাকতে চাই। বাকীরা পুরোনো।

ম্যাচ বা স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে দুই ক্লাবের বিপক্ষে। যা কষ্ট দিয়েছে জেমিকেও।
 
জেমি ডে বলেন, দেখুন আমারা যারা ফুটবল খেলি, তারা টাকার চেয়ে সম্মানকেই বেশি গুরুত্ব দেই। সে ক্ষেত্রে ম্যাচ বা স্পট ফিক্সিং করাটা একজন প্রফেশনাল পুটবলারের কাছথেকে কোন ভাবেই কাম্য নয়। এটা ঘটে থাকলে তা দুঃখজনক।

আরও পড়ুন