চট্টগ্রাম টেস্ট

কোন অঘটন ছাড়াই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০৫:৪৮:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে দুরন্ত সূচনা টাইগারদের।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের বিকালটা বাংলাদেশের। লঙ্কানদের ৪০০ এর নিচে অলআউট করে ব্যাটিংয়ে দুরন্ত সূচনা। মাহমুদুল হাসান ও তামিম ইকবাল দুজনের কেউই বুঝতে দেননি ওপেনিং তাদের জুটি-টা নতুন। 

পারস্পরিক বোঝা পড়া, রানিং বিটুইন দ্য উইকেট, ১৩ ওভারেই অর্ধশত জুটি, সবমিলে পরিণত ব্যাটিং শৈলির পরিপূর্ণ প্যাকেজ। দুই পেসারকে সামলানোর পর স্পিনে রমেশ মেন্ডিস কিংবা ইনফর্ম তারকা লাসিথ এম্বুলদেনিয়া কাউকেই পরোয়া করেনি তামিম-জয়। দিন শেষে তাই অবিচ্ছিন্ন ৭৬ রানের ঝলমলে জুটি।

এর আগে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই সেট ব্যাটসম্যান ম্যাথিউসকে ফেরানোর সুযোগ আসে টাইগারদের সামনে। ৯৪ ওভারের খেলা তখন। খালেদের বল লঙ্কান তারকার ব্যাট ছুঁয়ে গেলেও বোলার, কিপার আবেদন করেননি কেউই। 

ম্যাথিউসকেও পেছন ফিরে তাকাতে হয়নি আর। ৫ম উইকেটে চান্দিমালের সঙ্গে ১৩৬ রানের বড় জুটি অভিজ্ঞ তারকার। ২১তম ফিফটি করা চান্দিমাল ৬৬তে নাঈমের শিকার। একই ওভারে নিরোশানকেও ড্রেসিংরুমের পথ দেখান নাঈম। 

লাঞ্চের পর ফিরে এসে উইকেটের অন্যপ্রান্তে জোড়া আঘাত সাকিবের। প্রথমে রমেশ মেন্ডিস ও পরের বলে এম্বুলদেনিয়াকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। মাত্র ৯ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ায় বেশ চাপে লঙ্কান শিবির। 

তবে লঙ্কানদের একাই টেনে তোলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ দুই উইকেটে টেলএন্ডারদের নিয়ে স্কোরবোর্ডে আরও ৬৯ রান তোলেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। নাঈমের ৬ষ্ঠ শিকার হওয়ার আগে ম্যাথিউস আউট ১৯৯ রানে। টেস্ট ইতিহাসে ১২তম ক্রিকেটার হিসেবে এমন আফসোস লঙ্কান ব্যাটারের।

আরও পড়ুন