ফুটবল

কোপা আমেরিকায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০৮:১৩:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোপা আমেরিকা: খেলোয়াড়, স্টাফসহ মোট ৩১ জন করোনায় আক্রান্ত।

কোপা আমেরিকা শুরুর আগ থেকে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত ব্রাজিলের মাটিতে প্রতিযোগিতা শুরু হলেও পিছু ছাড়েনি করোনা। উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলার ১২ জন কোভিড পজিটিভ, এরই মধ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

করোনা পরিস্থিতিতে ২০২০ সালের আসর সরে আসে চলতি বছরের জুনে। তবে কলম্বিয়া বা আর্জেন্টিনা নয়, কোপার আয়োজক হয় ব্রাজিল। যা নিয়ে শুরু থেকেই সমালোচনা। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত তা গড়িয়েছে। শেষ পর্যন্ত কোপা আমেরিকা মাঠে গড়ালেও করোনা পিছু ধাওয়া করছেই।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোপা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, স্টাফসহ মোট ৩১ জন করোনায় আক্রান্ত। ব্রাসিলিয়ায় যেসব হোটেলে খেলোয়াড় ও কর্মকর্তারা অবস্থান করছেন সেসব হোটেলের কর্মীদের মধ্যে আরও ১০ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটেছে।

আরও পড়ুন