ফুটবল

কোপা আমেরিকা: রাতে মাঠে নামবে আর্জেন্টিনা-চিলি

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই জুন ২০২১ ০৭:৫৮:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোপা আমেরিকায় আজ রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রপ পর্বের প্রথম ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ চিলি। ম্যাচ শুরু রাত ৩টায়।

এর পরেই, সকাল ৬টায় লড়বে এই গ্রুপেরই দুই দল প্যারাগুয়ে-বলিভিয়া।

এবার একটু পেছনে ফেরা যাক। ব্যাক টু ব্যাক দুই ফাইনাল। দুইবারই চিলির কাছে পেনাল্টি শ্যুটআউটে হার। বছরের পর বছর এভাবেই চলছে আর্জেন্টিনার কান্না। ১৯৯৩ থেকে কেটে গেছে ২৮ বছর। নাই কোন শিরোপা।

আবারও সামনে ভাগ্য বদলানোর মিশন। চলতি বছরের টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল ঘরের মাটিতেই। করোনায় বদলে গেছে ভেন্যু। খেলতে হবে ব্রাজিলে গিয়ে। খরা কাটানোর পথে প্রথম বাধা ঐ চিলি। নামে ভারে এই ম্যাচের সাথে টুর্নামেন্টেরও অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। সে তো সব সময়ই থাকে। দারুণ সব দল নিয়েও ভাগ্যে যে শিকে ছেড়ে না আর্জেন্টিনার।

বিশ্বকাপ আর কোপা মিলিয়ে চারটা ফাইনাল খেলেছে মেসির আর্জেন্টিনা। প্রতিবারই শিরোপার লড়াইয়ে খালি হাত। ভাগ্য বদলাতে কোচ লিওনেল স্কালোনি তাই পরিকল্পনা পাল্টেছেন। কমিয়েছে মেসি নির্ভরতা। আকাশী নীলদের খেলাচ্ছেন দল হিসেবে। ফলও আসছে।

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বে চিলির পর কলম্বিয়ার সাথে খেলেছে আর্জেন্টিনা। দুই ম্যাচই ড্র। একাদশে গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট চয়েজ। ঐ দুই ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। ফয়েথ, তাগলিয়াফিকোর সাথে আছেন ওটামেন্ডিরা। মিডফিল্ডে পারাদেস, ডি পল নিশ্চিত। ফরওয়ার্ড লাইনে ডি মারিয়া, লাউতারো মার্তিনেজের সাথে মেসি। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও চিলির সাথে কাজটা সহজ হবে না মোটেও।

আরও পড়ুন