খেলাধুলা, ফুটবল

কোপা ইতালিয়ার শিরোপা জিতল ইন্টারমিলান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মে ২০২২ ০৮:৫২:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতলো ইন্টার মিলান।

ইতালিয়ান কাপের ফাইনালে য়্যুভেন্তাসকে ৪-২ গোলে হারিয়ে অষ্টম বারের মত চ্যাম্পিয়ন হলো ইন্টার। শিরোপা নির্ধারনী ম্যাচে চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন ইভান পেরিসিস।

রোমার অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার নাইট। য়্যুভেন্তাসকে ধ্বসিয়ে দিয়ে ১১ বছর পর কোপা ইতালিয়ার ট্রফি উঁচিয়ে ধরলো ইন্টারমিলান। ১৯৬৫ সালের পর আবারো এই টুর্নামেন্টের ট্রফি ফাইট দুই দলের। চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

রোমার অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ায় নিজেদের ৮নম্বর ট্রফি ঘরে তোলার মিশন ইন্টার বস সিমোনে ইজাগির। অন্যদিকে শিরোপা ধরে রেখে ১৫বারের মত চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরার লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের।

রোমার অলিম্পিক স্টেডিয়ামের ট্রফি ফাইট গেইমে, শুরুতেই বারেল্লা ধামাকা। কিছু বুঝে ওঠার আগেই য়্যুভেন্তাসের জাল কাপালেন এই মিডফিল্ডার। ৪৪ মিনিট অপেক্ষার পর স্ট্যামিনার পরীক্ষায় পিছিয়ে পড়লো ইন্টার ডিফেন্স, সেই সুযোগ কাজে লাগিয়ে য়্যুভদের ম্যাচে ফেরালেন আক্সেমসান্দো। ৫২তে ২-১ এর লিড য়্যুভেন্তাসের, ইন্টার সাপোর্টারদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিলেন ব্লাহোভিচ।

কোপা ইতালিয়ার ৭৪তম ফাইনালের মোড় ঘুরে গেলো ৮০ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে ইন্টার ডাগআউটে স্বস্তি এনে দিলেন হাকান কানহাগ্লু। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৯ মিনিটে নিজেদের বক্সে ফাউল করে স্পটকিক খাড়ার নিচে ওল্ডলেডি ব্রিগেড। স্পট কিকে স্পট অন ইভান পেরিসচ, এরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়লেন য়্যুভেন্তাস কোচ মাস্সিমিলানো অ্যাল্লেগ্রি।

১০২ মিনিটে য়্যুভেন্তাসের কফিনে শেষ পেরেক ইন্টারন্যাজিওনালের। আবারও পেরিসিস ঝলক। ৪-২ পিছিয়ে তোরিনের ওল্ড লেডিরা। শেষ বাঁশিতে এই ব্যবধানের বিজয়োল্লাস ইন্টারমিলানের।

আরও পড়ুন