আন্তর্জাতিক, আমেরিকা

কোভিড টিকার মেধাস্বত্ত্ব ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ১০:৪৬:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে করোনা ভ্যাকসিনের মেধাস্বত্ব ছাড় দেয়ার প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও শতাধিক দেশের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত নেন।

বাইডেন জানিয়েছেন, মহামারি অবসানের লক্ষ্যে, বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে সাময়িকভাবে কোভিড টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করে দেয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে আগেই  ভারত ও দক্ষিণ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব করেছিল। যাতে সমর্থন করেছে কয়েক ডজন দেশ। টিকার মেধাস্বত্বের অধিকার প্রত্যাহারের সমর্থন করে চিঠি লিখেছিলেন ১১০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

অন্যদিকে, মেধাস্বত্বের অধিকার তুলে নেওয়ার বিরোধিতা করেন বিরোধী রিপাবলিকানেরা। বিরোধিতা এসেছিল শীর্ষ মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ও মার্কিন চেম্বার্স অব কমার্সের দিক থেকেও।

এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রস্তাবের বিপক্ষে ছিলেন।  

আরও পড়ুন