ভারত

কোভ্যাক্সিন নেয়া বিদেশগামী ভারতীয়দের পুনরায় টিকা নেয়ার নির্দেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুন ২০২১ ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোভ্যাক্সিন টিকা নিয়ে পড়াশোনা বা চাকরি করতে দেশের বাইরে যেতে চাওয়া ভারতীয় নাগরিকদের আবারো টিকা নিতে বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় টিকা নেয়ার পরও বিপাকে পড়েছেন তারা।

কোভ্যাক্সিনের দুটি ডোজ নিলেও পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত কোন টিকা নেয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন, আমেরিকারসহ বেশ কয়েকটি দেশ। এরই মধ্যে সৌদি আরবে যাওয়া ভারতীয়দের ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে নতুন করে অনুমোদন থাকা কোন টিকা নিতে বলেছে দেশটির সরকার।

এদিকে কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক জানিয়েছে, তারা এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির জন্য আবেদন করেছে তারা। জুলাইয়ে মানবদেহে কোভ্যাক্সিন প্রয়োগের ৩য় দফার ফলাফল হাতে আসার পর অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন