জেলার সংবাদ, কৃষি

কোরবানির গরু মহারাজা, প্রিয় খাবার আপেল-কলা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুলাই ২০২০ ০৯:১৭:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একটি ষাঁড়ের নাম মহারাজা। কেবল চলনে, বলনে, গড়নে অন্যদের থেকে আলাদা তা নয়, খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা। এই মহারাজার প্রিয় খাবার আপেল আর কলা।  টাঙ্গাইলের এক খামারের ৩০ মন ওজনের এই কোরবানির গরুর দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা।

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকার দুলাল হোসেনের গরুর খামার। তিন বছর আগে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি আড়াই লাখ টাকায় কেনেন খামারি দুলাল হোসেন চকদার। লক্ষ্য ছিল মোটাতাজা করে বেশি দামে বিক্রি করবেন। খামারে শতাধিক হৃষ্টপুষ্ট গরু থাকলেও, এই গরুটি অন্যদের থেকে আলাদা।

খাদ্যাভ্যাস ও চলন-বলনে অন্য গরুদের থেকে আলাদা হওয়ায় নাম রাখলেন মহারাজা। খৈল, ভুষিসহ স্বাভাবিক খাবার খেলেও, গরুটির বিশেষ পছন্দ আপেল আর কলা।৩০ মন ওজনের ষাঁড়টি দেখতে ভিড় জমাচ্ছে নানা প্রান্তের মানুষ।

তিন বছরে সাড়ে পাঁচ লাখ টাকার খাবার খাওয়া মহারাজার দাম কোরবানির ইদের জন্য হাঁকানো হচ্ছে বিশ লাখ টাকা।

আরও পড়ুন