বিনোদন, হলিউড

টানা দ্বিতীয় সপ্তাহেও রেকর্ড ধরে রেখেছে কোরিয়ান ব্যান্ড বিটিএস

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২০ ০১:৪৮:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংরেজিতে প্রথম গান প্রকাশ করেই ইতিহাস গড়েছে বিটিএস৷ ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট হান্ড্রেড সিঙ্গেলসের শীর্ষে৷ দ্বিতীয় সপ্তাহে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিটিএস ব্যান্ড দল

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস সম্প্রতি তাদের উত্তেজনার এক ঝলক শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় নেমেছে । তাদের সর্বশেষ ট্র্যাক 'ডায়নামাইট' ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহের জন্য মার্কিন শীর্ষ  সংগীত চার্টকে প্রভাবিত করে চলেছে।  

এর আগে ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’ দিয়েই টপ চার্টের শীর্ষে ঢুকে সাত সদস্যের ব্যান্ড বিটিএস। টপচার্টের শীর্ষস্থান দখলের পাশাপাশি তিন কোটি ৩৯ লাখ স্ট্রিমিংও পেয়েছে ‘ডায়নামাইট', বিক্রি হয়েছে তিন লাখ কপি৷ এক সপ্তাহের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির রেকর্ডও গড়েছে ২০১৭ সালে টেলর সুইফটের ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু'-এর অর্জনকে পেছনে ফেলে৷

বিটিএস শুধু যুক্তরাষ্ট্রের বিলবোর্ডই কাঁপায়নি৷ রবিবার প্রথমবারের মতো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছে তারা৷ ২০১৩ সালে প্রতিষ্ঠিত দলটি সেখানেও সেরা দল এবং সেরা পপ দলের পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে এক নাম্বারে উঠতে পারেনি কোরিয়ার আর কোনো ব্যান্ড৷ ২০১২ সালে পিএসওয়াই-র ‘গ্যাংনাম স্টাইল’-এর দুই নাম্বারে ওঠাই ছিল যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে কে-পপের সর্বোচ্চ সাফল্য৷

আরও পড়ুন