বিনোদন, হলিউড

ক্যান্সারে মারা গেলেন ব্যাটম্যান নির্মাতা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে জুন ২০২০ ০৮:৪৫:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যাটম্যান খ্যাত হলিউডের নির্মাতা জোয়েল শুমাখার মারা গেছেন। এক বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে সোমবার (২২শে জুন) সকালে ৮০ বছর বয়সে নিউইয়র্কে মারা যান এ নির্মাতা।

জোয়েল শুমাখার ফ্যাশন ডিজাইনার থেকে নির্মাতা হয়েছিলেন। তার বিখ্যাত ছবির মধ্যে রয়েছে স্যান্ট অ্যালমোস ফায়ার, দ্য লস্ট বয়েস ও ফলিং ডাউন।

এছাড়া তিনি বিশ্বজুড়ে বেশি পরিচিত ব্যাটম্যান সিরিজের ব্যাটম্যান ফরএভার ও ব্যাটম্যান অ্যান্ড রবিন ছবিগুলো পরিচালনার জন্য। ব্যাটম্যান ফরএভার সারা দুনিয়া জুড়ে ৩০০ মিলিয়ন ডলার আয় করেছিল। ম্যাথু ম্যাকনে, কলিন ফারেল, ডেমি মুর, জেরার্ড বাটলারের মত হলিউডের তারকা অভিনেতা তার হাত ধরে উঠে এসেছেন।

১৯৩৯ সালের ২৯শে আগস্ট নিউইয়র্কে জন্ম জোয়েলের। নিউইয়র্ক ফ্যাশন ইনস্টিটিউট অব টেলনোলজি থেকে তিনি পড়াশোনা করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও স্বপ্ন ছিলো সিনেমা নির্মাণের। সে স্বপ্নে পাড়ি দেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে কস্টিউম ডিজানার হিসেবে কাজ করেন প্রথমে। এরপর যোগ দেন টেলিভিশনে।

১৯৭৬ সালে নির্মাণ করেন স্পার্কলস ও কার ওয়াশ। ছবি দুটি মুক্তির জোয়েল হলিউডে একের পর এক ছবি উপহার দিতে থাকেন।

আরও পড়ুন