আন্তর্জাতিক, অন্যান্য

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে হামলায় ২২ জন নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ১১:০১:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে অর্ধেকই শিশু বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে এনতুম্বো গ্রামে বেশ কয়েকজনকে জীবন্ত পোড়ানোও হয়। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও, প্রধান বিরোধী দল এ ঘটনায় সরকারি বাহিনীকে দায়ী করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে ধীর্ঘদিন ধরেই অভিযান পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে অন্তত ৭০ হাজার নাগরিক। এই যুদ্ধে দেশটির সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।  

আরও পড়ুন