বাংলাদেশ, অপরাধ, আইন ও কানুন

ক্যাসিনোকাণ্ড: এনু-রূপনকে জামিন দেয়নি হাইকোর্ট

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২১শে অক্টোবর ২০২০ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ তাদের জামিন আবেদন নাকচ করে।

গত বছর ২৪ সেপ্টেম্বর এনু-রুপনের বাড়িতে অভিযান চালিয়ে টাকা ও গহনা জব্দ করে রেব। পরে ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে ৫ কোটি ৫ লাখ টাকা, ৮ কেজি স্বর্ণালঙ্কার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

এরপর অনুসন্ধান শেষে গত বছর ২৩শে অক্টোবর ৩৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

আরও পড়ুন