বাংলাদেশ, খেলাধুলা, জেলার সংবাদ, ক্রিকেট, নারী

ক্রিকেটার বিথীর অন্যরকম উদ্যোগ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১১ই জুলাই ২০২০ ১১:২৯:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাকালে অসহায় গর্ভবতী মায়েদের পাশে সহায়তার হাত বাড়ালেন বিথী

ক্রিকেটার আরিফা জাহান বিথী। রংপুর নগরীতে বেড়ে ওঠা স্বপ্নবাজ এক তরুনী। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়েও করোনাকালে অসহায় গর্ভবতী মায়ের পাশে দাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন পর্যন্ত দুই হাজার গর্ভবতী মাকে সহায়তা করেছেন ঢাকা লিগে খেলা এই নারী ক্রিকেটার।

০১৩১৯৯৯৮৫৯৭ এই হটলাইন নাম্বারে ফোন দিলেই গর্ভবতী মায়েদের কাছে পৌছে যাবে ক্রিকেটার বিথীর খাবার সামগ্রী। শুরুতে বিথীর এই উদ্যোগ রংপুর কেন্দ্রীক থাকলেও এখন পূরো বিভাগেই বিথী পৌছে দিচ্ছেন গর্ভবতী মায়েদের খাবার।

গেল ২৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার অসহায় গর্ভবতী মায়েদের কাছে খাবার সামগ্রী পৌছে দিয়েছেন ক্রিকেটার বিথী। মহত এই উদ্যোগে পাশে দাড়িয়েছেন জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার আর সমাজের বিত্তবানরা। তাতে রংপুরের সবকটা জেলায় সহায়তা পৌছে দেয়া সহজ হয়েছে, জানান বিথী।

করোনা কালের এই মহামারীতে বিথীর উদ্যোগে খুশি তার পরিবার। পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন বিপদে পাশে পাওয়া গর্ভবতী মায়েরা।

এক সময় ঢাকা প্রিমিয়ার লীগে খেলা বিথী ইনজুরির কারনে ক্রিকেটে বেশিদূর এগোতে পারেননি। তবে নারী ক্রিকেটকে এগিয়ে নিতে রংপুরে গড়ে তুলেছেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। যেখানে আড়াইশ নারী ক্রিকেটার প্রশিক্ষন নিচ্ছেন বিনামূল্যে।

আরও পড়ুন