জাতীয়, রাজনীতি, আইন ও কানুন

খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে উপস্থাপন আজ

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লন্ডনে উন্নত চিকিৎসার জন্য জামিন চেয়ে করা আবেদন আজ হাইকোর্টে উপস্থাপন করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে আবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।

মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আবেদনে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এই মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন চেয়ে আবেদন করা হলে, গত বছরের ১৪ই অক্টোবর তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ডিসেম্বরে আপিল বিভাগেও জামিন আবেদন করা হলে তাও খারিজ হয়। তবে তার উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেয় আদালত।  

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ২৯শে অক্টোবর সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

আরও পড়ুন